কাল সারারাত ছিলো বৃষ্টিরই খেলা-
বিনম্র শোকেতে কেঁদে গেছে ফড়িংগেরা।
তিনটি প্রাণে হয়েছিলো  টুংটাং কথা-
ছোট ছোট হাসি, মানবিক উত্তাপের;
কিছু ভালোবাসা, সামাজিক তেলময়
স্মৃতিকাতরতা চুইংগামের মতোন
চিবিয়ে চিবিয়ে বেশ কিছু কাল ক্ষয়।
দোকানির ঝাপ বন্ধ হওয়ার আগে
যে যার গন্তব্যে- গরাদের দিকে চলে।
ব্যথাতুর চোখে জ্বলে দাবানল শিখা,
হৃদযন্ত্রের ভেতর রক্তিম পোকারা
ধীরে ধীরে হাঁটে, প্রগাঢ় প্রেমিক যেন।
নিস্তব্ধ কাল চোখের পুকুরের জল
করে ছলছল; আহা! পরাস্ত সকল।


১১/০৩/২০১৭
মিরপুর, ঢাকা।