গভীর ঘুমে তুমি কি নিমগ্ন সফেদ বিছানায়,
এই নিশুতিকালে একা একা আমারই মত?
হয়তো, তোমার অবচেতনে অনিন্দ্য সুন্দরেরা
স্বপ্নের মায়াজাল বুনে মণিকাঞ্চনযোগে,
কবিতার ন্যায় ছন্দ তুলে যায় আনন্দময়তায়।
নিশাচর পাখিদের মতো ঘুমহীন চোখে
একা একা জেগে রই, রাত্রিদের গান শুনি-
তীব্র বিরহের সুর-মঞ্জুরিত দুঃখবোধের সরলতা;
রাত্রিরা হারাবে তাদের অপার সৌন্দর্যের ধারা
বাস্তরের পরায়ত্ত প্রভাতের আলোর ভেতরে।
উদোম আসমানের নিচে রাত জেগে শুনি-
আকাশের তারাদের কত না কথোপকথন!
সঙ্গম-মিলনের আকাঙ্খার তীব্র বাসনার;
পরস্পরকে টানছে অভিকর্ষের নিপুণ কৌশলে।


হেনায় রাঙানো ছোট ছোট কোমল হাত ধরে
দুইজনে হেঁটে চলা- দীর্ঘ ভ্রমণের সুখ-পরশন,
জাতিস্মরের বিমল অনুভূতি জেগে উঠে প্রাণে;
গাছেদের ছায়ায় ছায়ায় রোদ্দুরের ঝিলিমিলি,
নীরব দুপুরে ভ্রমরের গুঞ্জনে, পাতার মর্মরে
তুলে আনে শ্রেষ্ঠ কবিদের কাব্যের ছন্দিত সুর।
স্মৃতিময় হিজলের, আম-জাম-বট-তমালের ভীড়ে;
তোমার মতোন দামী নবীন পল্লব সেগুনের তলে,
জেগে উঠে অনাবিল ভালোবাসা-
যেন ঢেউ খেলে যায় মৃদুমন্দ বাতাসের স্পর্শে
সোনারগাঁ যাদুঘরের নিটোল সরবরে।
সে সকল চেতনের কথা আনন্দের বিলোলতায়
নেচে গেছে পাখিদের অজানা শব্দের মিহিন সুরে;
সবুজ ক্ষেতের স্পর্শ নিয়ে ভেসে আসা,
সুখের মতন সোঁদাগন্ধময় বাতাসের কানে কানে
গুঞ্জরিত হয় জীবনের চিরন্তন সেই গোপনের কথা-
'তুমি রবে নীরবে হৃদয়ে মম...'


২৬/০৩/২০১৭
মিরপুর, ঢাকা।