কোন খেলাতে বাঁধলে আমায়, কেনো এতো ছল?
আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে, ঝরছে অনর্গল।
      চাও যদিবা মরুর পানে তুমি,
      সজল সজীব হয় যে রুক্ষ্ম ভূমি।
এমন করে ডুবাও আমায় পাই না জলের তল,
সুখের ছোঁয়ার পুলক এসে ঝরায় অশ্রুজল।


যখন তুমি ডাক দিয়ে যাও নয়ন ইশারাতে,
মন্ত্র-মুগ্ধ ছুটে আসি দিবস কিংবা রাতে।
      ভয়গুলো সব দূরে ফেলে রেখে,
      তোমার পানে রই যে অনিমেখে।
আমায় রেখে একলা তুমি জীবনের সংঘাতে,
যাচ্ছো চলে দূরের পথে, নিলে না যে সাথে।


আকাশ জোড়া রামধনুতে রঙের সাতটি বাহার,
একই সাথে মিলে থাকে, কেউ নয় তবু কাহার।
      বৃষ্টি ভেজা দিনগুলো শেষ হলে,
      বিষণ্ণতায় যে যার পথে চলে।
আমি তখন তোমার আশায় ভেঙ্গে চলি পাহাড়,
থমকে দাঁড়াই পথের পাশে, দুঃখেরই সমাহার।


দুঃখবোধের কাব্য জাগে বিশ্ব চরাচর,
বিষাদ বাঁশির সুর-লহরী তোলে করুণ স্বর।
      ডোবা-নালা-সাগর-নদীর জল
      ফুঁসে উঠে ভাসায় মহীতল।
ভাসিয়ে নিলো অচিন দেশের স্বপ্নে বাঁধা ঘর,
ভালোবাসার স্মৃতির পাতায় হলাম যে অমর।


০১/০৪/২০১৭
মিরপুর, ঢাকা।