হাজার বছর ধরে খেলা করে গেছি
শ্যামলীমা ধান ক্ষেতে, রাত্রির আঁধারে,
মেঘনার নদী-তীরে। তোমারে পেয়েছি
নরম রাত্রির স্থির প্রান্তরে, পাহাড়ে।
তারার মতোন তুমি রূপের বিচিত্র
আলো ছড়িয়েছো প্রাণে। নক্ষত্রের গান
শোনায়েছো পৃথিবীতে, সপ্রতিভ মিত্র
যেনো; প্রেমের আহ্বানে কাড়িয়াছো প্রাণ।


চারিদিকে নিস্তব্ধতা, বিকশিত আলো
জোনাকির মতো সদা ঝিকিমিকি জ্বলে;
পর্যুদস্ত জীবনের সমুদয় কালো
শুষে নাও অসীম ভালোবাসার ছলে।
প্রতি রাতে মগ্ন থাকি তোমার আশায়,
তিমির নাশিনী তুমি, থাকি প্রত্যাশায়।


১৩/০১/২০২০
মিরপুর, ঢাকা।