ছলনার চাঁদ ওঠে না আকাশে শুভ্র পিরিতি জাগে যেখানে,
বুকের জমিনে সযতনে রচে গোলাপ-কুসুমকলি সেখানে।
বিমল মায়ায় শুদ্ধ মনের আলোকের ধারা উঠে ঝলকে,
আকাশে বাতাসে তোলপাড় করে আনন্দতায় ফোটে ছলকে।
মিথ্যেরা সব মেঘের ভেলায় দূরে চলে যায়, অনেক দূরে,
সত্যিকারের ভালোবাসা রহে মানুষের মনে, অন্তপুরে।
ভালোবাসা শুধু হাসি-খেলা নয়; জগতের মাঝে প্রেম-মাধুরী,
যুগে যুগে এসে কতো প্রেমিকেরা পৃথিবীর বুকে ফোটায় কুঁড়ি।


পরাণ যখনি উথালপাথাল বিবর্ণতার রঙ খেলাতে,
সূর্যালোকের ভালোবাসা দিয়ে রাঙাও তেমনি মেঘমালাকে।
অকৃপণ হাতে দিয়েছো তুমি যা', রেখেছি জমা তা' হৃদয়মাঝে,
মন্থন করে সুখ লভি তাতে চির-বিরহীর জীবন-সাঁঝে।
শুভ্রচেতনে ফিরে এসো যদি হাসিতে খুশিতে, কিসের ক্ষতি?
প্রকৃতির দান জগতের মাঝে তুমিই আমার প্রাণ-প্রিয়তি!


২২/০৮/২০১৯
মিরপুর, ঢাকা।