কতো নামে ডাকছে তোমায়, যাহার যখন যা খুশি;
ডাকবো আমি দুষ্টু বলে, লক্ষ্মী মেয়ে প্রাণতোষী।
সৃষ্টি ছাড়া বৃষ্টি তুমি- আকাশ ভেঙ্গে ধারা হও,
অন্ধকারে বন্ধ ঘরে চিত্ত খুলে কথা কও।
লক্ষ্মী বলে তোমায় ডাকে পাড়ার মানুষ সকলেই,
মুঠো মুঠো আলো বিলাও, তারা তোমার দখলেই।


আমার নদীর দু'পাড় তুমি ভেঙ্গে দিলে ছল করে,
তাই বুঝি আজ অঝোর ধারায় চোখে আমার জল পড়ে?
তোমার নামে কাব্য করে আমি যদিই হই কবি-
কথার ফুলে ভাসিয়ে দেবো তোমার জীবন, ভৈরবী!
দখিন হাওয়া সুখের তুফান আনলে নাকো, দুরন্তা!
ছন্নছাড়ার বিমল আশা হবে কিগো পূরণ তা?


তোমার নামে পোষ মানাতে আমার সকল সুখ পাখি,
ব্যাকুল হৃদয় অঝোর কাঁদে বন্দি করে দুখ রাখি।
পাড়ার লোকে মিষ্টি করে ডাকছে তোমায় উর্বশী,
চেতনবিদ্ধা দুষ্টু পাখি, লক্ষ্মী আমার প্রাণতোষী।