প্রেম আর প্রকৃতি একসাথে মিলে যদি
অপরূপা পৃথিবীর রূপখানি তুলে ধরে সে
আরণ্যিক পথে পথে একা একা যেতে যেতে
ক্লান্তিকর শরীরের মাঝে ধূসর বিরক্তি জন্মে যে।
ভালোবাসার হাত, চন্দ্রময় রাত একীভূত হলে
পৃথিবীর, বৃক্ষময় প্রকৃতির সকল অভিসম্পাত
দূরে সরে যায় মহাশূন্যের বুকে
ডুবে যায় সে নীলাভ জলের অতলের তলে
অথবা হারায় তারা- পাহাড়ের অনন্ত খাড়ায়।


তুমি নেই পাশে
আকাশছোঁয়া এ নীলগিরির চূড়ায় বসে
পাখির চোখেতে মেঘেদের খেলা দেখি-
দল বেধে উড়ে আসে বাতাসে বাতাসে
আবার হারিয়ে যায় পাহাড়ের দেশে।
সবুজের সমারোহ, দূরবর্তী চিত্রিত আকাশ
কুশায়ার মশারিতে ঢেকে আছে
মোহময়ী মেদময়ী আরণ্যিক পৃথিবী।
তুমি নাই
তাই, পৃথিবীর বিষন্নতা
নিপুণ কৌশলে জড়ো হয়ে পরানের তলে
রূপালি ঝর্ণার মতো শীর্ণ ধারায়
কুলকুল স্বর তুলে চুইয়ে চুইয়ে যায়।


০৯/১১/২০১৯
নীরগিরি, বান্দরবান।