(যদি)       একটুখানি সুখ কিনে দাও আমার দুখের দিনে,
(তোমার)   মন খারাপের দিনে এসে দুঃখ নেবো কিনে।
(আমার)    বিলাসী সব সুখগুলোকে তুলোর মতোন করে,
              লেপ-তোষক আর বালিশ গড়ে রাখবো তোমার ঘরে।
(আমার)    লীলায়িত সুখগুলোকে বেঁধে গহীন রাতে,
               বিলাসীতার ছলে আমি দেবো তোমার হাতে।
               দাও যদি গো এখন তুমি দু'এক টাকার খুশি,
                লক্ষ টাকার আনন্দতা যাবো আমি পুষি।
(যদি)        প্রেমের ছলে মুক্ত হাতে আমায় দাও গো ধার,
               সুদাসলে মিটিয়ে দেবো করছি অঙ্গীকার।
(ওগো)       যেদিন তোমার শরীর ও মন অনেক খারাপ হবে,
               চোখ ইশারায ডাক দিও গো তুমি আমায় তবে।
(তখন)       প্রেম-কড়িতে নেবো কিনে দুঃখের সারা বিশ্ব,
               আমি যে এক প্রেমিক-কুবের, নইতো গরীব-নিঃস্ব।


১৬/০৭/২০১৭
আমিন বাজার, সাভার, ঢাকা।