প্রেম হলো এক বরফ গলানো উষ্ণ প্রবল বায়ু!
ছারখার করে মানুষজীবন, স্বর্ণালী-সুখ আয়ু।
বর্ষার রাতে অনুভব করে তীব্রদহন খরা,
প্রেমের ছোঁয়ার প্রেমিকযুগলে প্রাণ থাকতেই মরা।
প্রেমিকেরা থাকে না-পাওয়ার দুখে কাঞ্চনজঙ্গায়,
রূপ প্রহিলিকা চারিদিকে হাসে, বিমোহিত করে যায়।
সেখানে তাদের স্থায়িত্ব কম সময়ের ঘড়ি বলে,
তাই নেমে এসো, একই সমতলে বন্ধুর করতলে।


বন্ধুর প্রেম আনন্দধারা, বন্ধু সকল সুখ,
বন্ধুত্বের সুতোয় বাঁধিতে প্রত্যহ উন্মুখ।
শীতসকালের সূর্যের মতো শিশির ভেজানো বুকে
যার পরশণ উত্তাপ আনে অনাবিল এক সুখে;
দুঃখের কথা দ্বিধাহীনভাবে যার কাছে যায় বলা,
সে-ইতো বন্ধু! তার সাথে হোক বন্ধুর পথে চলা।


২২/০৫/২০২০
মিরপুর, ঢাকা।