অগ্রণী কবি, বাঙালির কবি, বিদ্রোহী কবি তুমি,
অগ্নিবীণার সুর-ঝংকারে বাংলার মাটি চুমি'
এসেছো শ্যামল সাধারণ ঘরে অনন্য এক প্রাণ,
অনাচার আর শোষণের মূলে হানতে মৃত্যুবাণ।
গানে কবিতার শব্দে শব্দে সোচ্চার প্রতিবাদ
করে গেছো তুমি আজীবন, পিয়ে দুঃখ-বিষের স্বাদ।
ধুমকেতু জ্বালা বুকে জ্বেলে, সয়ে হাজার অত্যাচার,
বলেছো- মানুষ সবার উপরে দিতে হবে অধিকার।
চির গৃহহারা, চির লাঞ্ছিত, বঞ্চিতজন যারা,
গানে কবিতায়, শব্দ ও সুরে তোমায় খুঁজছে তারা।


ভালোবাসাহীন জগতের মাঝে প্রেমহীন অভিমানে,
নীরব হলে কি ক্ষোভে ও দুঃখে অবহেলা অপমানে?
শুয়ে আছো কবি কোলাহলহীন মসজিদ প্রাঙ্গনে,
শুনতে কি পাও কবর থেকে কী বলছে মোয়াজ্জিনে?
কালের ধ্বনির বাঁশরী বাজছে ফিরে আয়, ফিরে আয়,
অত্যাচারীকে ধ্বংসের তরে ফিরে আয় বাংলায়।
এই পৃথিবীর প্রেম-চাওয়া কবি বিদ্রোহী নজরুল,
বাংলাদেশের প্রিয় দুখু মিয়া সুরভীত এক ফুল।


২৪/০৫/২০১৮
মিরপুর, ঢাকা।