প্রেমের কারণে যারা এ জীবন দিতে চায়;
তারা যেন আজ নেমে আসে মিছিলের আগে।
তারা যেন হেঁটে যায় দৃপ্ত পায়,
বিদগ্ধ শ্লোগানে করে মাতোয়ারা
সমস্ত রাজপথ-এভিনিউ-শহর-বন্দর-গ্রাম।
অত্যাচারী নিপাত যাক,
শোষিতেরা মুক্তি পাক।
দেশের কারণে যারা অকাতরে দিয়ে যায় প্রাণ,
যুগে যুগে, কালে কালে তারাই মহৎ এবং মহীয়ান।


প্রেমের লাগিয়া যারা জীবন দিতে চায়,
তারা যেন আজ নেমে আসে সকল প্রগলভতা ছেড়ে,
মায়ের জন্য জীবন দিতে।
পৃথিবীর বুকে সবচেয়ে সুখ বেশি জননীর ভালোবাসায়,
পৃথিবীর বুকে সবচেয়ে দুখ বেশি জননীর অশ্রুজলে।
প্রেমের জন্য জীবন দিতে, যদি করো তুমি মনস্থির,
দেশের জন্য, মায়ের সেবায় ব্রতী হও, হে বীর!


০২/১২/২০১৯
মিরপুর, ঢাকা।