চাও যদিবা বুকের পাঁজর
      ছিন্ন করে রক্ত ঢালি,
স্বার্থবিহীন প্রেমের নামে
      রক্ত দেবো তোমায়, কালী!


ভালোবাসার হিসাব কঠিণ,
রাখবো না তার একটুও ঋণ
শোধ করে সব, হবো অচিন
      পথের পাশের ধূলোবালি।
মানব জীবন যাক না কেটে
      দিয়ে হাজার জোড়াতালি।


পাষাণীরে তুষ্ট করে
      হয়ে যাবো মুক্ত বাতাস,
তারার সাথে রবো মিশে
      সঙ্গী হবে শুকনো আকাশ।


স্বপ্নগুলো একে একে
যাবে ঝরে অন্যলোকে
কাঁদবে না মন কোন শোকে
       দুঃখ-ব্যথার আগুন জ্বালি’।
চাও যদিবা, বুকের পাজর
       ছিন্ন করে রক্ত ঢালি।


৩১/০১/২০২৩
মিরপুর, ঢাকা।