মাঝে মাঝে আমি কোথাও যেন হারিয়ে যাই
নিজেও জানি না কোন সে দেশে।
সে কি অনেক দূরের পাহাড়ের দেশে
সাগরের তীর ঘেসে সবুজ বনানীর পাশে
যেখানে বসত করে এমন সব মানুষেরা
যাদের কোথাও খুঁজে পাওয়া যায় না?
তাদের হাত আছে,  পা আছে
চোখ নাক গলা সব কিছুই আছে
তবুও তারা নেই এ সমাজের কাছে
অন্তর্দহনে জ্বালিয়ে দিয়েছে তারে
হৃদয় হয়েছে অঙ্গার অতঃপর ছাই
কোথাও তার কোন অস্তিত্ত্ব নাই।
ভালোবাসাহীন জীবনের মাঝে গুমোট হাহাকার
ভীষণ যন্ত্রণার
বুকের ভেতরে মনোবেদনার ভীষণ তীব্রদহন
তুষের আগুনের মতো রয়ে রয়ে জ্বলে।


একদিন আমি চলে যাবো
দু'দিন আগে কিংবা পরে
সংসারের সকল বেদনা বুকের পাঁজরে ঢেকে
ফসিলের দেশে।
তখন হয়তো ঝানু প্রত্নতাত্ত্বিকেরা বুকের পাঁজের তলে
খুঁজে পাবে অক্ষত কিছু বর্ণমালা
তোমাকে লেখা আকুতিভরা সেই সকল চিঠি
বর্তমান কালে বিষন্নতার আবরণে
ঢেকে রেখেছি যারে অন্তর্দহনের প্রলেপ দিয়ে।


আজিকার সকল কথার কবিতাগুলো
ইতিহাস হবে আগামীর প্রেমিকের মনে
সংগোপনের বাজাবে দুঃখের করুণ সুর
না পাওয়ার বেদনার আহাজারি
গুমরি গুমরি বেজে উঠবে আগামীর কবিদের মনে
তারাও লিখে যাবে সীমাহীন দুঃসহ যন্ত্রণা নিয়ে
আধুনিকতার নামে প্রেমের পুরাতন কবিতা।


০৯/০১/২০২১
মিরপুর, ঢাকা।