প্রেমের সরস বাণী নধর শস্যের দানা, প্রাঞ্জল চাষীর চোখে
সে-ই শস্যের পরশে হাসির ফোয়ারা ঝরে। চেয়ে রয় অনিমেখে
নীল নীলিমার পানে স্নিগ্ধ বৃষ্টির আশায়,
পেতে অজস্র ধারায় সে সব জলের ছোঁয়া। অনন্ত ভালোবাসায়
নীরবে রোপণ করে স্বতঃস্ফুর্তে চিরকাল তার অমল বিশ্বাস।
দুর্বোধ্য অহংবোধের ধারালো আড়ালি ঘাস
যতনে নিড়ানি দিয়ে উপারিয়া ফেলে যারে।
অতঃপর, বিশ্বাসের হাত ধরে দীর্ঘ জীবনের পারে
ধীরে ধীরে পথ চলে , এর নাম প্রেম-সুখ;
পৃথিবীর মানুষেরা সে-ই স্পর্শের আশায়, নিত্য একান্ত উন্মুখ।


০৮/১২/২০১৮
মিরপুর, ঢাকা।