চঞ্চল পথে অঞ্চল পেতে
বসে আছো তুমি, প্রিয়তি।
মানুষের মাঝে সকালে ও সাঁঝে
নিত্য সততা আজিও বিরাজে
প্রেমের আলয়ে বাস যদি হয়,
বলো প্রিয়, তবে কি ক্ষতি?


ধুসর বিকেলে আকাশের পথে
পাখি উড়ে যায় নিত্য।
তোমার পাশেই থেকে অনিবার
গান গেয়ে যাই; তবুও, তোমার
কঠিন হৃদয় একটুও গলে না,
সিক্ত হয় না চিত্ত।


বিমূঢ় তোমার চঞ্চল প্রাণ
স্বপন রহিত রাত্রি।
আর কতোকাল হয়ে বেসমাল
অশ্রুজলেতে ভেজাবে রুমাল?
আর কতো হবে অচিন দেশের
অকুল নদীর যাত্রী?


এইবার খোল বন্ধ দুয়ার
পূবালি বাতাস আসবে।
পৃথিবীর বুকে দোঁহে রবো সুখে
একজোঁট হয়ে অসুখে বিসুখে;
তখন প্রকৃতি প্রফুল্লতায়
অমিয় সুরেতে হাসবে।


কখনো দেখিনি এমন রূপের
বিমুগ্ধকর চিত্র!
তুমি যে আমার কেন্দ্রবিন্দু,
অমল রূপের বিশাল সিন্ধু।
প্রীতি-ব্যসার্ধে ঘুরি' চারিপাশে,
এঁকে যাই প্রেমবৃত্ত।


০৪/০৩/২০২১
মিরপুর, ঢাকা।