তোমার চোখের ভঙ্গিমাটি যেন বাঁকা চাঁদ,
সারা দেহে ছড়িয়ে পড়ে যৌবনেরই ফাঁদ।
        নিশিরাইতে সদাই ডাকে
        নিশির মতোন নদীর বাঁকে,
পরশ দিয়ে কেটে নিতে সকল অবসাদ।


জল ছলছল নদীর বাঁকে পূর্ণিমারই আলো,
শতরূপে শত ধারায় তোমার অঙ্গে জ্বালো।
        রসাতলে যাওয়ার আগে
        আমার এ প্রাণ তোমায় মাগে,
কতো মুণি পথ হারালো তোমায় বেসে ভালো।


দিব্যরথে করছি গমন হতে ভস্মীভূত,
অঝোর ধারায় বৃষ্টি ঝরায় কল্পনা-জীমূত।
        তোমার আলো ছড়িয়ে দিয়ে
        আমার আঁধার নাও ভাসিয়ে,
অনন্তলোক উঠলো হেসে হয়ে অভিভূত।


দখিনসমীর উঠলো হেসে তোমার আহ্বানে,
জল, কিশলয়, পুষ্পলতা জাগলো গানে গানে।
        আলোছায়ার অন্ধকারে
        তোমার দেহের দীপ্তি বাড়ে,
মর্ত্য নারী অমর্ত্য হও তপস্বীর এ প্রাণে।


১১/০২/২০১৯
মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা।