যে তোমাকে ভালোবাসে, সর্বদাই কি প্রমাণ করতে হবে তাকে,
তোমার কাছেই অনুগত সে; নদীজল যেমন প্রত্যহ সমুদ্রের প্রতি?
আমিতো কেবল তর্ক করি; বলো, তুমি কি সন্দেহ করো আমাকে,
হে চন্দ্রবালিকা! অন্ধকারের পূর্ণচাঁদের আলো, অনন্ত মায়াবতী?
প্রেমের জীবন অমরত্ব চাহে, আমরা কিছুই দেখিতে পাই না তা',
খোশামোদে প্রেম নেই, শরীরেও; প্রেম একটি অনুভূতির পূর্ণতা।


০৫/০৪/২০১৯
মিরপুর, ঢাকা।