জীবনের কথাগুলো কলমের মুখে
সঙ্গীতের সুরে ঝরে। প্রিয়তি যে দেবী,
এই পৃথিবীতে চির দুঃখির অন্তরে।
চাঁদ হেসে যায় দূর নীলিমার ছাদে,
তাতে তারকার ছবি। কল্পলোকে ভেসে
যায় তোমার মূরতি, তাই আমি কবি।
শুষ্ক-রুক্ষ বৃক্ষগুলো হয়েছে সবুজ
তোমার দৃপ্ত আহ্বানে। মৃত জলাঙ্গিতে
জেগেছে অমিত ঢেউ জোয়ারের বানে।
ভালোবাসা বেঁচে থাকে ঝিনুকের বুকে
মুক্তো হয়ে আজীবন। যন্ত্রণা গভীর
হৃদয়ের মাঝে তুমি সুখ পরশণ।


১৮/০২/২০১৯
মিরপুর, ঢাকা।