চেয়েছিলাম আমি মনে মনে প্রতিক্ষণ সংগোপনে
সুরের মুর্ছণা তুলে একান্তে ভিজিয়ে দিতে
তোমারই হৃদয় অনন্তকাল ধরে।
উজ্জ্বল হরিণীচোখ দুই হাতে ছুঁইয়ে দিয়ে
যাপিত জীবনে বলে যেতে-
'ভালোবাসি, ভালোবাসি তোমাকেই প্রিয়ে।
তুমি যে আমার এ জীবনে মাতাল হাওয়া,
মেঘের ভেলায় ভেসে যাওয়া স্বপ্নীল কাব্যসম্ভার,
তুমি যে আমার স্নিগ্ধ ভোর, বেলা-অবেলার
দূর দিগন্তরেখার অপার সৌন্দর্য,
সম্ভাব্য নিবিড় বোঝাপড়ার নির্জনতা,
ছন্দহীন কবিতার মাঝে অনন্য ছন্দঝংকার,
আমার স্বপ্নের স্বাধীনতা তুমি,
তোমার ছোঁয়ায় ভেঙে যাবে আমার সকল গোয়ার্তুমি।


২৩/১১/২০১৯
মিরপুর, ঢাকা।