প্রেমময় প্রিয়তি সে; মার্জিত সৌন্দর্য ঝরে পড়ে
চোখ থেকে, দেহ থেকে, নিজস্ব প্রেমের প্রশংসিত
রমন্যাস মায়া থেকে। পূর্ণিমার আলো তার ঘরে
নেচে যায় ঝিলিমিলি, চিত্তমুগ্ধকর; অবিরত
মহিমান্বিত প্রভায়। বয়স বেড়েছে প্রবাহিত
নদীর জলের মতো, তবুও হৃদয় কিশোরীর
ন্যায় প্রফুল্ল, চঞ্চল; প্রতিটি হৃদয় উপনীত
হয় এমনই সুন্দরে, নত হয় বলবান বীর।


মৃত্তিকার পৃথিবীতে কতোসব উত্থান পতন
হয় ভালোবাসা ঘিরে; ট্রয় নগরীর ধ্বংসস্তুপে
হেলেনের সৌন্দর্যের প্রেম আজো করিছে ক্রন্দন
অবিরত। ভূপতিরা সিংহাসন ছেড়েছে নিশ্চুপে
শুধু প্রেমের কারণে।  মার্জিত রূপের প্রেমময়
প্রিয়তি! মাটির মর্ত্যে অপ্রাপ্তির দুঃখকষ্টভার
তোমাকে দিয়ে গেলাম হৃদয়ের প্রীতি উপহার।


০৪/০৬/২০১৯
মিরপুর, ঢাকা।