কুয়াশায় ভরা মাঠ, শালিকের স্বর
আশেপাশে শোনা যায়; দু'টি শাদা-কালো
চঞ্চল দোয়েল পাখি দ্রুত, তরতর
করে হাঁটে, পোকা খোঁজে, পুবে লাল আলো,
আকাশের বুক চিড়ে পরিযায়ী পাখি
দল বেঁধে উড়ে যায় দূর ঠিকানায়;
আনন্দহিল্লোলে করে যায় ডাকাডাকি,
এই শীতে নিত্য-চিত্র শ্যামলীমা গাঁয়।


পুকুরের জলকণা বাতাসের সনে
উড়ে যায়, ঘাসেতে শিশির, চমৎকার!
হলুদের ছড়াছড়ি সরিষার বনে,
পুঁই, জবা মিলেমিশে সব একাকার।
স্নিগ্ধ এ ভোরের ছবি অনন্ত, অশেষ;
এ আমার হৃদয়ের প্রিয় বাংলাদেশ!


১৪/০১/২০২০
মিরপুর, ঢাকা।