কালের কণ্ঠের ধ্বনি সকরুণ সুরে
ভৈরবী রাগিণী তোলে জীবনের পথে;
আহত সন্ধ্যায় এসে, ক্রমান্বয়ে দূরে
সরে যাও স্বপ্নঘোরে; শংকাময় রথে।
জাফরান ভালোবাসা করেছে রঙিন
এই পার্থিব জীবন; এনেছে পূর্ণিমা
অন্ধকার অমারাতে; বেদনার দিন
করে সে হরণ মমতায়; প্রিয়তমা।


চাঁদের রৌশনী নীল, তোমার পরশে
আঁধার বিবরে জ্বালে অনাবিল আলো;
মৃত্তিকার কাদা থেকে বিপুল হরষে
শুষে নাও মানুষের সমুদয় কালো।
চোখে যদি আসে মরণের কালো আঁধি,
সম্মুখে দাঁড়াইও প্রিয়তি, হে শাহ্‌জাদী!


২০/০২/২০২০
মিরপুর, ঢাকা।