অনিন্দ্য চোখের জ্যোতি জ্বলজ্বল জ্বলে
সন্ধ্যাতারার মতোন। আলোকিত করে
মৃত্তিকার অন্ধকার। তখন উছলে
উঠে প্রেম-বহ্নিশিখা ঘুমন্ত অন্তরে।
তোমার শরীরে যেন নদী খেলে যায়-
ভরা ভাদরের নদী; চলে ছন্দে ছন্দে।
শান্ত, স্থীর, মোহনীয় বসন্ত হাওয়ায়
সুবাস ছড়িয়ে যায় অপার আনন্দে।


চন্দ্রালোক ঝরে যায় তোমার পরশে,
মৃত্তিকার বুক থেকে সমুদয় কালো
শুষে নাও; জীবনের বিপুল হরষে
অন্ধকার অমারাতে জ্বেলে দাও আলো।
মিহিন রাগিনী তুলে জীবনের পথে,
আহত সন্ধ্যায় এসে তুলে নাও রথে।


১৫/১০/২০২০
মিরপুর, ঢাকা।