তোমার বিরহে         কাঁদিছে আমার
          তাপিত পরানখানি,
ভালোবেসে তুমি         প্রিয়তি আমায়
          অন্তরে নাও টানি'।


নিশিদিন ডাকি,         বয়ে চলে সদা
          অশ্রুজলের নদী
ছুটে চলে মন         ছুঁইতে চরণ
          অহরহ নিরবধি।


তোমার করুণা         বিলাও সবারে,
          আমারে দাও না প্রিয়,
আমি যে তোমার         করুণা ভিখারি
         এ কথাটি জেনো নিও।


'প্রিয়তি' 'প্রিয়তি'         ডাকি দিবারাতি,
          করুণায় বুকে নাও,
আমার বেদনা         তোমার পরশে
          চিরতরে রুখে দাও।


ডাকছি তোমায়         শত বেদনায়
          দুঃখ-শোকের ভীড়ে,
হে করুণাময়ী!         নির্ভয়ে রাখো
          করুণা-নদীর তীরে।


অরূপা নামের         বেঁধেছি যে সুর
          সুমধুরে বাজে বুকে,
তোমাকে পেলে গো         আমার হৃদয়ে
          কাঁপন জাগবে সুখে।


করি এ মিনতি,         হে মোর প্রিয়তি!
          রাখিও আঁচল তলে,
তোমায় স্মরণে         মরি যেন আমি
          ওই নাম বলে বলে।


২৯/০৬/২০১৮
মিরপুর, ঢাকা।