প্রিয়ার শরীরে আজ ফোটেছে আগুন-
পলাশের, শিমুলের; সন্ধ্যার আবির
অপরূপা হয়ে ঝরে; নয়ন অস্থীর
হয়ে দেখে তারে, যেনো অশান্ত ফাগুন।
জ্যোতির্ময়ী দৃষ্টি দিয়ে, করে যেন খুন
অবলীলায়! বদনে হেমকান্ত রেখা,
সহস্র নক্ষত্রমালা নীলাম্বরে দেখা
দিলো, সচকিত আমি, বিস্মিত; দারুণ!


তরঙ্গ ভঙ্গ প্রক্ষিপ্ত ফেনার মতোন
চুঁয়ে চুঁয়ে ঝরে তার বিমল প্রাণের
নীলজল- ভালোবাসা; প্রলয় গানের
সুরধারা উঠে, যেন সমুদ্র গর্জন
জাগে পর্বত শিখরে। মূঢ় কবি প্রাণ,
জনম জনম গাহে প্রিয়তির গান।


২৯/১০/২০১৯
মিরপুর, ঢাকা।