প্রভাতের সূর্যের মতোন চোখ দুটো প্রিয়তির
উজ্জ্বল কুসুম; ঠোঁটগুলো পান্নার চেয়েও লাল।
সাদা বাহুগুলো কাশফুলের মতো; দীঘল রাত্রির
অমাবস্যার রজনী নামে চুলে, হই উন্মাতাল।


রক্তাভার গালে দেখি বশরার গোলাপের ঝাড়,
শ্বাস-প্রশ্বাসের সাথে ভেসে আসে আতর-আনন্দ;
এই বিশ্ব চরাচরে বিমোহিত হৃদয় আমার
প্রলয় বসন্তে জাগে মনে প্রত্যয়ী প্রেমের ছন্দ।


১৬/০৭/২০২০
মিরপুর, ঢাকা।