সুন্দরবনের নৈস্বর্গিক সৌন্দর্য তুমি
অথবা মাধবকুণ্ডের মোহিত ঝর্ণাধারা!
তারচেয়েও বেশি কিছু, এইটুকু জানি।
প্রকৃতির সকল সৌন্দর্য- নয়নাভিরাম,
হার মানে অনাবিল প্রেমে, মধুমমতার কাছে।
নৈস্বর্গিক নওগো তুমি; বরং, স্বর্গীয় সৌন্দর্যমণ্ডিত      
শোভাময়; মোহময় এক প্রশান্ত নিখুঁত ছবি,
আযৌবন কল্পনার প্রিয়তমা- আমারই প্রিয়তি।
তোমাকে না পাওয়ার হাহাকার অদৃশ্য বীণার তারে
করুণ মূর্চ্ছনা তোলে আকাশেবাতাসে জলেস্থলে-
অর্ফিয়াসের অবাধ্য বাঁঁশরীর সুরের মতোন।
স্বর্গের আকাশে আলোবিচ্ছুরিত বিচিত্র রঙধনু,
তুমি যেন, পৃথিবীর মানুষের সুদীর্ঘ জীবনে
অমোঘ মৃত্যুর আকর্ষণে ধাবমান মোক্ষভূমি।


স্বপ্নের সত্যতা অস্বীকার করবো না কখনোও,
তুমি ছিলে চেতন আচ্ছন্ন করা একান্ত আমার!
তোমার স্পর্শের কামনায় কতবার তুলেছি পাল
জরাগ্রস্থ নায়ের মাস্তুলে উজানের গাঙে
দুরন্ত সাহস নিয়ে প্রেমাতুর মৃগভীরু প্রাণে।
অথচ, কী আশ্চর্য রমণী তুমি!
একবারও  করুণা করে বাড়াওনি কখনোও
স্বর্গীয় লাবণ্যময় নিটোল তোমার হাত।    


২৫/০৮/২০১৮
মিরপুর, ঢাকা।