প্রিয়তির চোখ কালো নির্মল উজ্জ্বল আলোময়,
সূর্যকান্তমণি মনোরম ওষ্ঠের আভা তার;
মেঘকালো চুল এলোমেলো ওড়ে পাখিদের ডানা মেলে,
তুষার শুভ্র দেহখানি নীল মসলিনে আবরিত।
ইরানী গোলাপ গন্ধ ছড়ায় গোলাপী অঙ্গ জুড়ে,
প্রভাতের আভা ছড়ায় নিটোল আপেল মোহিনী গালে;
চন্দনেরই মিহিন বাতাস নিশ্বাসে প্রশ্বাসে,
ছন্দদোলায় সুর বেজে উঠে প্রতিটি পদক্ষেপে।


পৃথিবীর বুকে দেখেছি তারেই অপরূপ দেবী রূপে,
প্রিয়তির রূপ তুলনাবিহীন অনিন্দ্য সুন্দরী!
বিরল পিরিতি কেলি করে নিতি মন-সরোবার জলে,
এই সংসারে ভালোবাসি তারে জীবনের সমতুল।
এক জনমের ভালোবাসা পেয়ে মিটে নাই মোর সাধ,
বারে বারে তাই আসবো ধরাতে ভালোবাসা পেতে তার।


২০/০৫/২০২০
মিরপুর, ঢাকা।