কে তুমি বিভুঁয়ে মাটির কসম খেয়ে
রক্ত-ঘাম একাকার করো?
দিনরাত ঘুমহীন, হাড়ভাঙা শ্রম!
মরূর বুকের থেকে খুঁজে আনো,
অতল জলের থেকে তুলে আনো,
বৈদেশিক রেমিট্যান্স-
ডলার, পাউণ্ড, রিয়াল, দিনার...
আমার দেশের উন্নয়নের সোপান
ক্রমাগতভাবে ঊর্ধ্বমুখী।
তোমায় সালাম! প্রবাসী বন্ধু আমার।


আমাদের সকল জাতীয় উন্নয়নে,
আমাদের সব অর্থনৈতিকচক্রের সম্মৃদ্ধিতে,
তোমার ঘাম পূত-পবিত্র; সুগন্ধবহ- মৃগনাভিসম।
ফুটে রহো তুমি অমিত তেজের ফুল,
বিদেশ-বিভুঁয়ে অব্যর্থ ভালোবাসা বুকে নিয়ে-
আমাদের এই পোড়ার দেশের অতুল সম্পদ।
আমাদের ভাবনার উঠোন জুড়ে খেলছে-
তোমার শিকড় সন্ধানী চেতনার জগত-
প্রিয় বাংলাদেশ!


১৯/০৯/২০১৭
আমিন বাজার, সাভার, ঢাকা।