প্রজাপতি, প্রজাপতি, যাচ্ছো কোথায় ভাই?
তোমার মতোন রঙিন পাখা আমারও যে চাই।
রং-বেরঙের পাখা তুমি কোথায় পেলে বলো?
আমি যাবো সেই দেশেতে, সঙ্গে নিয়ে চলো।
তোমার পাখার রঙের বাহার লাগছে আমার ভালো,
সূর্য যেনো মেঘের কোলে জ্বলছে ঝলমলো।
সে রং দেখে মন উতলা দারুণ লাগছে তাই,
কিন্তু আমার তোমার মতোন এমন পাখা নাই।
বাজার থেকে কিনবো আমি, যাবে আমার সঙ্গে?
তোমার সাথে ঘুরবো আমি সবুজ শ্যামল বঙ্গে।
রামধনুকের রঙ মাখিয়ে ঘুরবো সারা গাঁয়,
বাজবে নূপুর ঝনঝনিয়ে আলতা মাখা পায়।
প্রজাপতি, প্রজাপতি, বন্ধু হবে কি?
সোহাগ করে খেতে দেবো মণ্ডা-জিলেপি।


০৪/০৪/২০২১
মিরপুর, ঢাকা।