লাইকগুলো কি ডিম পেরেছে, ফেসবুকেরই পোস্টে?
ভালো-মন্দ কোন কমেণ্টস দিয়েছে কি 'গোস্টে'?
দিনে-রাতে হাজার বার,
       মোবাইল দেখে বারেবার;
             সময়গুলো পগাড়পার,
তাতেই থাকে ভীষণ রকম তুষ্টে!
অ্যাণ্ড্রয়েডের মোবাইল চালায় শয়তান এবং দুষ্টে।


ছেলে-মেয়ে, বুড়ো-বুড়ি এ্যাডিক্টেড সব মোবাইলে,
যুবা-যুবির হীরক সময় এ্যাপসেরা আজ খায় গিলে।
রাত কেটে যায় ঘুমহীনতায়,
      দিনের বেলায় অঘোর ঘুমায়;
            এমনিই যদি কাল কেটে যায়
ধ্বংস হবে রাষ্ট্র-সমাজ এক ঢিলে,
কে ফেরাবে বোধবুদ্ধি, নিজের বিবেক না-চাইলে?


প্রযুক্তি আজ আনছে ডেকে চতুর্দিকে অন্ধকার!
ওরে অবুঝ! সবুজ এসো বাহির পানে খুলে দ্বার।
একটি জীবন, একটি মরণ,
      একবার তা' করো স্মরণ;
            হয় যদিবা পদস্খলন
দেখবে তখন নিদারুণ কী হাহাকার!
'প্রযুক্তিকে লাগাম লাগাও', ক'ন জ্ঞানীজন বারংবার।


২৯/০৩/২০২২
মিরপুর, ঢাকা।