আর ক'টাদিন পরে     দেখবো ঘরে ঘরে
          বই পড়ে না কেউ;
ইউটিউব-ফেসবুকে     রইবে সবাই ঝুঁকে
          আসছে মারণ-ঢেউ।
রহস্যময় মাথা     অবিশ্বাস্য যা-তা
          করে যাবে কাজ;
অস্থির মস্তিষ্ক     হবে না জ্যোতিষ্ক
          ভুলবে সবাই লাজ।
চিত্রটা এইরূপ     শোনো, থেকে চুপ
          ভবিষ্যতের কথা;
মা-বাবারা শুয়ে     বসে ছেলে-মেয়ে
          ব্যস্ত রবে তথা।
খেলার গল্প নাই     সঙ্গী মোবাইলটাই
          বন্ধু হবে তার;
নেশাখোরের ন্যায়     সময় করবে ব্যয়
          জীবনটা ছারখার।
আধুনিক প্রযুক্তি     কতো না তার শক্তি!
          মানুষ হবে দাস;
ডাইনোসরের মতো     সবাই হবে হত
          কঠিন পরিহাস!


২৮/০৫/২০২২
মিরপুর, ঢাকা।