নদী হলো, এই পৃথিবীর মেয়ে, চঞ্চল তার গতি;
উঁচুনিচু পথে, ফসলের মাঠে অবাধ স্রোতস্বিনী।
চপল নারীকে রুদ্ধ করার শক্তি কাহারো নাই,
অবাধ গতিতে সম্মুখে চলে আপন খেয়াল মতো।
নদীরা তেমনি আপন গতিতে আপনার পথে চলে,
চলার পথের চারিপাশে তারা গড়ে তুলে মহিমায়।


পরের জন্য কুপ খোঁড়ে যারা, তারাই কুপেতে পড়ে,
নীরবে বুঝেছি সকল সত্য নিভৃতে নিশ্চুপে।
প্রকৃতি যখন রূঢ় আচরণে হিংস্র হয়ে যায়,
মহা-শক্তির হাত থেকে কারো বাঁচার উপায় নাই।
অবাধ দরিয়া নিমেষে শুকায়, মালভূমি হয় নদী,
প্রকৃতির খেলা কঠিন কঠোর ভেবে দেখো নিরবধি।


পদ্মা-মেঘনা, গঙ্গা-যমুনা তিস্তারা তার মেয়ে,
বাধ দিয়ে তারে আটকাতে গেলে ধ্বংস হবেই তুমি।
তিস্তারে তুমি বাধ দিয়েছো গো, বেধেছো প্রকৃতি মেয়ে!
বোঝনি, প্রকৃতি অদ্ভুদ বড়ো, ধ্বংস লীলায় মাতে!


০৩/০৭/২০১৯
মিরপুর, ঢাকা।