তুমি    নীল আকাশের দূরতম জ্যোতি মিটিমিটি জ্বলা তারা,
         স্বর্গের নদী- অলকানন্দা,
                      জাহ্নবী আর অধোগঙ্গার ধারা।
         কল্পলোকের বায়ুর সুবাসে দিশেহারা হই আমি,
সেই    সৌন্দর্যের পরশ লভিতে
                      উন্মুখ থাকি নিরলস দিবাযামী।


তুমি     ফাগুনের হাওয়া, ফুলের সুবাস, রাত-জোনাকির মেলা,
          হেমন্ত-সুখ, শীতের শিশির,
                       শরতের মেঘে সূর্য মেয়ের খেলা।
          এঁকেবেঁকে চলা পাহাড়িয়া পথে ঝর্ণা-ধারার নদী,
এই     পথভোলা আমি নাগরিক চোখে  
                       মুগ্ধতা এনে দেখে যাই নিরবধি।


তুমি     যদিবা বাড়াও হাত,
          কেটে যাবে প্রিয়, এই জীবনের দুঃখের নীল রাত।


৩১/১২/২০১৮
মিরপুর, ঢাকা।