গ্রাস করে নিচ্ছে দুর্জন ভূমিখেকোরা
গাঁয়ের সবুজ, মানুষের কলরব,
পাখিদের ভালোবাসা, চৈতণ্যের কথা;
বৈভব লোভের আস্তরণে ঢেকে দেয়।
দুর্বৃত্তেরা মিলেমিশে গোপন সংলাপে
গিলে খাচ্ছে জলাশয়- নদী-ডোবা-খাল,
পাহাড়-বনানী, স্নিগ্ধ সাগরের তীর;
নিজের পায়ে নিজেই মারিছে কুড়াল।


যদি, শহরে আগুন লাগে পোড়ে যায়
মানুষের ঘর, বস্তি; মসজিদ-মন্দির;
রক্ষা পায় না কিছুই জানিও নিশ্চয়।
মোহকে সংযত করো, হে লোভী, অধীর!
কালের প্রবাহে ঢেউ জাগিবে যখন,
সলিল সমাধী হবে তোমারও তখন।


১৬/০৮/২০১৯
মিরপুর, ঢাকা।