এই নাও রাজবেশ, বৃক্ষ হবো আজ;
নদীর মতো নর্তকী হয়ে এসো রাতে;
ছুঁড়ে ফেলে দিবো জীবনের সব কাজ,
ত্রিবেনী সঙ্গমে রবো প্রিয়তির সাথে।
লক্ষ কোটি অন্ধকারে জোনাকির আলো
জমা রাখি শরীরের দুর্বিনীত ত্রাস;
শৈবালিনী! এইবার কামনায় জ্বালো
সোহাগের রতি ছন্দ; করো, মোরে গ্রাস।


উজ্জ্বল মোতির মতো দ্যুতিময় প্রাণ
তোমার এ পৃথিবীতে; তীব্র পিপাশায়
ছুটে আসি, আরো বাড়ে আকাঙ্খার টান;
এক সাথে মিশে যেতে থাকি অপেক্ষায়।
সীতাকেই বুকে রাখে অযোধ্যার রাম,
সেই প্রণতী তোমাতে- এই জানালাম।