বৈশাখী তোড়ে ঝড় উঠে যদি হিয়ার মাঝে,
মত্ত-মাতাল বাদলের মেয়ে মেঘেরা সাজে।
ঈষাণের কোণে কালবৈশাখী তূর্য হানে,
প্রলয়-ঝঞ্ঝা কামের অশনি ভূর্য আনে।
কুঞ্জবনের শ্যামল ছায়ায় অশান্ত মন,
মধ্যদিনের সূর্য হারালে হয় উচাটন।
বাদলে যখন সহসা ডোবায় দিনের আলো,
লেলিহান শিখা তাণ্ডব আনে ঘুচায়ে কালো।


তৃষিত পরানে সুখেরা আসুক জলের ধারা,
ভুবনে নামুক প্রশান্তি-ছায়া আকুলপারা।
রসাতলে যাক সৌরলোকের গ্রহতারাচাঁদ,
সিদ্ধকামের প্রণয়-পাগল হোক উন্মাদ।
ফাগুন রেখায় আগুন জ্বলুক ভুলে শ্রান্তি,
চপল নৌকা ভেসে যাক দূরে কেটে ভ্রান্তি।


০৮/০৫/২০২১
মিরপুর, ঢাকা।