প্রথম ভালোবাসার অনুভূতি বর্ষার জলের মতো
প্রবাহিত হয় অনবরত,
ছলাৎছলাৎ ঢেউ তোলে হৃদয়ের ক্যানভাসে।
কেউ ভুলে যায়,
কেউবা আবার ফিরে যেতে চায় অসম্ভবের সম্ভাবনায়।
তবে, কবি মন আন্তরিকার প্রেমজ রসে সিক্ত হয়ে,
পুরনো স্মৃতির তেষ্টা মেটাতে
রাতদিন, দিনরাত অনবদ্যভাবে  
এক অদম্য আলোর ফলার আঘাতে আঘাতে
ভালোবাসাহীন পাথরের বুকে ফোটাতে চায়
অনন্যতার নিগূঢ় কুসুম বাগান।
শব্দে বাক্যে অহরহ জাগে অনুরণন
সমারোহ হৃদয় যাপনে,
বাঁচার উচ্ছ্বাসে শব্দের তরঙ্গ আনে
জীবনের বিপুল আহ্বানে।


২২/০৮/২০১৯
মিরপুর, ঢাকা।