অন্তত একবার বলো, 'হে আমার প্রিয়!
ভালোবাসি। স্বর্গালোকে আনন্দ ছড়ায়ে
মেখে নেবো স্বর্ণস্বপ্ন সারা অঙ্গ ভরি'।
প্রেমের তরঙ্গে ভেসে, বসন্ত বাতাসে,
বিহঙ্গের কণ্ঠে গা'বো সুখের ভৈরবী।
জীবনের বন্ধনহীন প্রতিটি প্রভাতে,
প্রতিটি গোধুলিলগ্নে, প্রতিটি উৎসবে,
তুলে দেবো গীতভরা অন্তরের ভার'।


কিন্তু হায়! যতোবার করুণ মিনতি
করে গেছি চিত্ত খুলে, মুখরিত প্রাণে।
আশাতীত কৌতুকময়ী! চলে গেছো দূরে,
রহস্যময়ীর মতো আরেক অর্ণবে।
অন্তহীন দুঃখ নিয়ে পরানের মাঝে,
আজো আমি হেঁটে চলি জীবনের পথে।


০৪/১০/২০১৮
মিরপুর, ঢাকা।