প্রভাতফেরি, প্রভাতফেরি!
যাচ্ছো কোথায়, নাঙ্গা পায়?


শহীদ মিনার যাবো আমি।
              যাবে নাকি? সঙ্গে আয়।
আজ হলো ভাই অমর দিবস রক্তে ভেজা ফেব্রুয়ারি!
ভাষার জন্য বুকের ভেতর আগুনজ্বলা
                          দিন যে তারই।
ফেব্রুয়ারির এই দিনেতে সালাম, বরকত ও রফিক,
রক্ত দিয়ে রাখলো যে মান তারাই ছিলো বীর, অভীক।
শহীদদেরকে শ্রদ্ধা দিতে আয়রে আয় তাড়াতাড়ি,
আয়রে ছুটে ডাকছে তোদের রাঙ্গাদিনের প্রভাতফেরী।


প্রভাতফেরি, প্রভাতফেরি,
             একটু দাঁড়াও, ব্যস্ত পথের কিনারে,
আমি যাবো ফুল দিতে ঐ প্রাণের শহীদ মিনারে;
অস্তিত্বের প্রথম সোপান শহীদ দিবস ওই,
চেতন-মাঝে দুঃখভরা স্মৃতির কথা কই'।


আজকে ও ভাই,
শহীদ দিবস নয় যে শুধু বাঙালির,
বিশ্ব মাতৃভাষা দিবস এই পৃথিবীর।
সব মানুষে শ্রদ্ধা জানায় ভক্তি ভরে;
আয় বাঙালি!
মাতৃভাষার প্রেম ভরে নে তোর অন্তরে।


প্রভাতফেরি, প্রভাতফেরি, ধীরে চলো,
শহীদ মিনার হৃদয় আমার
              করছে কেনো টলোমলো!
প্রভাতফেরি, প্রভাতফেরি!
যাবো আমি যাবো শহীদ মিনার
                           হাতে হাতে হাতটি ধরি,
আজ হলো যে অমর দিবস রক্তমাখা ফেব্রুয়ারি!
বুকের ভেতর শুদ্ধ প্রেমের আগুন জ্বলার
                         দিন যে তারই।


০৫/০২/২০২১
মিরপুর, ঢাকা।