মিষ্টি-মধুর ছড়াগুলো কে ছড়ায়, কে ছড়ায়?
চাঁদের বাটি উপুর করে,    
      জ্যোৎস্না-মেয়ে নামলো ওরে;
             কালো রাত্রি কেটে গেলে
চাঁদনী বনে হাঁটতে গিয়ে কে ডরায়, কে ডরায়?
মিষ্টি-মধুর ছড়াগুলো কে ছড়ায়, কে ছড়ায়?


স্বপন মাখা গোপন কথা মন মাতায়, মন মাতায়!
পুর্ণিমা আজ খুব সেজেছে,
      এমন রাতে বল্ কে গেছে
              জল ছলছল নদীর পারে
বন-বাদারে ঘুরছে কে রে বন-পাতায়, বন-পাতায়?
স্বপন মাখা গোপন কথা মন মাতায়, মন মাতায়।


রস-টুম্বুর শব্দেতে আজ মন ভরায়, মন ভরায়।
দূর অতীতের স্বপ্ন এসে
      চুম দিয়ে যায় ভালোবেসে;
             স্মৃতি কথার সঙ্গীতে আজ
মন-ময়ূরী নাচ-মুদ্রায় সুর ছড়ায়, সুর ছড়ায়।
রস-টুম্বুর শব্দেতে আজ মন ভরায়, মন ভরায়।


মিষ্টি হাসির ফল্গুধারা কে ছড়ায়, কে ছড়ায়?
জলের মতো কলধ্বনি
      নিশুত রাতে শব্দ শুনি;
              চাঁদের রেণুর মাধুরীতে
প্রাণ চঞ্চল ছন্দিত মন কই হারায়, কই হারায়?
মিষ্টি হাসির ফল্গুধারা কে ছড়ায়, কে ছড়ায়?


২৮/০১/২০১৮
মিরপুর ক্যান্টনমেণ্ট, ঢাকা।