আমি কি তোমাকে তুলনা করবো গ্রীষ্মের সাথে?
বড়ো মনোরম প্রবাহ; তবুও, সে ঝঞ্ঝাময়!
বৃষ্টির জল ঝর ঝর ঝরে আলোহীন রাতে,
সে এক অন্য রূপে সেজে উঠে প্রকৃতিনিচয়।
ঝড়ের রাত্রে বিদ্যুৎ শিখা অবিরাম জ্বলে
ম্লান করে দেয় রাতের আঁধার ঝলকিয়া উঠে;
যখন বাতাসে-বৃক্ষে চরম আলোড়ন তোলে,
তোমাকে তখন সোহাগে জড়াই নিজ করপুটে।


জেনে রেখো, এই অনাবিল প্রেম মলিন হবে না,
সত্য ছায়ার বিশ্বাস নিয়ে চিরদিন রবে;
মরণ ব্যতীত ঠুনকো ছুতোয় সেটা হারাবে না;
অনন্তকাল বেঁচে রবে আলোকিত গৌরবে।
পুরুষের শ্বাস যতক্ষণ, ততক্ষণ ভালোবাসে
প্রিয়তম প্রিয়তিকে; যদিও রহে সে পরবাসে।


১৯/০৫/২০২০
মিরপুর, ঢাকা।