ফাগুনের মাতাল হাওয়ায়,
আগুনে গা জ্বলে যায়!
ঘুরি-ফিরি বন-জঙ্গলে তোমার আশায়।
শিমুল ও পলাশ বনে
কী বলে গানে গানে,
গৃহহারা বিরহিনী ওই কোকিলায়?
রূপসাগরে ডুব দিয়ে যে
        ব্যাকুল হলো আমার এ মন,
পাগল বেশে দেশে দেশে
        ঘুরে বেড়ায় ভুলে চেতন।
চাঁদের সুধারাশি
ঝরে যায় রাশি রাশি
হাসি হাসি বাজায় বাঁশি শ্যাম শ্যামরায়।


১৫/০৩/২০২২
মিরপুর ঢাকা।