আকাশের   ঢঙ দেখেছো?
দেখেছো   ক্ষণে ক্ষণে বদলায় তার রূপ?
সে যেন    রঙের খেলায় খুব চতুরা!
             রূপ দেখে তার
             সুধী-কবি বাক্যহারা এক্কেবারে চুপ।


দেখেছো  সপ্ত রঙের উল্টো নায়ের
            খেলা চমৎকার?
            বৃষ্টিশেষে নামে হেসে
            শিশুমনে নিয়ে রূপ-বাহার।  
সেখানে   খেঁকশিয়ালীর বিয়ের আসর!
           এসব দেখে; বলো, অমত কার?


জানো কি? আকাশ যখন গোমড়ামুখী
             কোৎকুতিয়ে হাসায় সর্বজনে-
             রামধনু তার নাম।
তাকে যে   শিশু-কিশোর, বৃদ্ধ-যুবা
             আমৃত্যুকাল কখনো যে
             করেনি বদনাম।


০৬/০৭/২০২২
মিরপুর, ঢাকা।