রূপার থালার মতো রাসপূর্ণিমার চাঁদখানি
মধ্যগগনে হাসছে; এ নিশুত রাতের প্রহরে
উদোম শরীরে শুয়ে বিমোহিত বিজন প্রকৃতি;
রাসলীলা শুরু হবে জোছনার  জলের ভেতরে।
সরস পূর্ণিমারাতে; তাই, প্রেমিক কৃষ্ণ বলেন-
রাসলীলা পুণ্য খেলা গোপিনীদের বস্ত্রহরণ
হবে পুত বৃন্দাবনে কার্তিকের নীল পূর্ণিমায়;
পরমার্থ প্রাপ্তিযোগ্য নৃত্যগীতচুম্বনালিঙ্গন।


এই বিজন নিশিতে চাঁদের গা ছুঁয়ে ছুঁয়ে আজ
বৈষ্ণবীয় ভাবালুতা নিয়ে আরাধনা করো মন-
কৃষ্ণরাসলীলা বিকশিত করতে জীবাত্মায়
যে বিশুদ্ধ প্রাণ করেছে পরমাত্মার অন্বেষণ।
বংশী সুর তালে তালে বৃত্তাকারে নৃত্য খেলা চলে,
পরম প্রাপ্তির আরাধনা- রাসলীলার অতলে।


০৩/১১/২০১৭
মিরপুর,  ঢাকা।