রাত যখন গভীর হয়, রাত জাগা
পাখি কা'রে ডেকে যায়? নিঃসঙ্গ কান্নার
স্বরে ছিন্নভিন্ন হয় প্রেমিকার ঘুম।
ঘুমের ভেতরে তার স্বাপ্নিক হৃদয়
খেলে- এ্যাকুরিয়ামের মাছেদের মতো।
জলের ভেতরে ফুল, রৌদ্রছায়া মাখা
পরিপক্ক ভালোবাসা, হলুদ আনন্দ
ঝরে পড়ে বসন্তের পূর্ণিমার রাতে।


ঘুম ভেঙে চেয়ে দেখে- নিঃসঙ্গ একাকী
কাঁদে শীতল বিছানা- পোড়া রুটি যেন;
অবহেলা, অনাদরে দুঃখীদের মতো
শব্দহীন নিরিবিলি গুমরিয়া কাঁদে।
সুখের পায়রা উড়ে দূরের আকাশে,
দুঃখের তটিনী বহে প্রেমিকের চোখে।


২৮/০৫/২০১৮
মিরপুর, ঢাকা।