কবিতার আসরে ইদানিং একাধিক কবির কবিতাংশের সংযোজনে একটি কবিতা লিখা হচ্ছে। অবশ্য এ ধারাটি নতুন নয়। এটি জাপানি কবিতার একটি নির্দিষ্ট ধারার কবিতা; যার নাম 'রেঙ্গা' (Renga)।


মন্তব্যের ঘরে আপনার চারটি চরণ তুলে দিন। পরবর্তীতে তা সম্পাদনা করে কবিতার আসরে পোষ্ট করা হবে। সাথে কবিতার একটি শিরোনাম কাম্য।


আপনার কবিতাংশের ভাবটি হতে হবে- অ-মানবিক প্রেম। তবে, তা অবশ্যই ছন্দের ছায়াতলে আবরিত হতে হবে।


ছন্দের ধারাঃ  'অক্ষরবৃত্ত ছন্দ'  ধারার ১৮ মাত্রার (৮+১০) চরণ; সাথে অন্ত্যমিল রাখুন।


হে মঙ্গলময় প্রভু! কী চমৎকার কল্যাণময়
করে সাজায়েছো ধরা; যতো দেখি চোখে, মনে হয়
অতুল সৌন্দর্য ধারা বহে যায় অপরূপ রূপে
কতো না ভালোবাসায়! নিরন্তর হাঁটছি নিশ্চুপে। -কবীর হুমায়ূন


পৃথিবীর রূপরেখা তোমারি আপন হাতে গড়া
অবুঝ মানব মোরা করি নাশ, নিজ হাতে ধরা,
সীমিত বিজ্ঞান জ্ঞানে ভাবি মনে, হয়েছি ঈশ্বর;
হায়! মূঢ় বুঝি না তো এ জীবন কতোই নশ্বর! - অতনু দত্ত


মহাস্রষ্টা, হে নিঃসীম! তোমার ভুবনে কোলাহল;
লোভ-মায়া-হাসি-কান্না মিলেমিশে কতো না কৌশল!
ক্ষমতার কারসাজি! কখনো বা অর্থের প্রতাপ!
চলে দৃঢ় সৃষ্টি-ধারা; প্রভু! তবু ছাড়ো নাতো হাঁপ! - সৌরভ


হে প্রভূ! তুমি সর্বত্র রহো বিরাজিত, নিরাকার,
চাইবার আগে তুমি দাও মানুষের অধিকার।
আমরাতো ভুল করে, করি নিয়মের কতো লয়,
অবুঝ ও অন্ধ বলে, করো আমাদের পাপ ক্ষয়। - হাফিজুর রহমান চৌধুরী


মনোরঞ্জনে ভুলেছি তোমার অপার সৃষ্টি-শক্তি,
বিলাস ব্যাসনে তৃপ্ত, হারায়েছি ভ্রাতৃ-মাতৃ ভক্তি;
তব ধরণীতে মানবতাহীন শুধু বসবাস,
তোমার করুণা ছাড়া এ বিশ্বের হবে সর্বনাশ! - তপন দাস