(সমসাময়িক ছড়া)


টাইগারদের ক্ষোভের কথা বলবো কি রে ভাই!
আশার মাঝে 'টাকার বাবু' ছুড়ে দিলেন ছাই।
বাংলাদেশের খেলা হলেই 'রড টাকারে' এসে,
পিছন থেকে লাথি মারেন খেলায় অবশেষে।
সৌম্য এবং লিটন দাসে যখন জুটি গড়ে,
প্রতিপক্ষের কলজাখানি কাঁপে থরে থরে।
তখন 'টাকার' টাকার তরে বাড়ায় কি দুহাত?
বিতর্কিত সিদ্ধান্তে লিটন কুপোকাত।


'টাকার' শুধুই এ বছরই এমনটি করেনি
পনেরো ও ষোল সালে করতেও ছাড়েনি।
পনেরোর ঐ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে,
বিতর্কিত রায় দেয় সে কুমন্ত্রণার তালে।
ষোলতে তার চাতুরিতে তাসকিন হয় বাদ,
বাংলাদেশের বেলাতেই সে করে যে পরমাদ।
'টাকার' কি রে টাকার জন্য লোভী বিশ্বময়?
আমরা সবাই খেলার মাঝে চাই ক্রিকেটের জয়।
'রড় টাকারের' অসাধুতায় ক্রিকেট হলো নাশ,
আইসিসি যে দেখছে শুধু, কাটছে ঘোড়ার ঘাস!


'বাঁচাও ক্রিকেট'! টাকারকে আজ পাঠাও নির্বাসনে,
'টাকার বাবু' পক্ষপাতি জানলো বিশ্বজনে।
বাংলাদেশের টাইগারেরা জয় বাংলা বলো,
সত্য এবং সুন্দরতায় লক্ষ্য পথে চলো।


২৯/০৯/২০১৮
মিরপুর, ঢাকা।