কণ্ঠে তোমার নীলাভ পদ্মমালা
কপালের টিপে কাচপোকা নীল রঙ;
মুক্তাখচিত কাঁচুলিতে ঢাকো বালা
নারী জনমের মহামূল্যের ধন।
ভূমিহীন চাষী হাসি মুখে এসে বলে-
মহারানী! দান করো জমি, দয়া করে;
ধূসর আকাশ ভরেছে মেঘের জলে,
অনুমতি পেলে এখনি যাবে যে ঝরে।


ভালোবাসা মানে জীবনের পাগলামী,
সব কিছু ছেড়ে আরেক পৃথিবী গড়া;
যেথানে কখনো হয় না দিবস-যামী,
মানুষ জীবনে মরনের আগে মরা।
মেঘের বুকেতে ঝুঁকে থাকা নীল প্রেম,
রামধনু রঙে তোমাকেই সাজালেম।


০৯/০৭/২০২০
মিরপুর, ঢাকা।