(মাঝে মাঝে মনে হয়, আমি এক নারী,
  নারীদের সব কথা বুঝে নিতে পারি।)
  
দীল দরিয়ার মাঝে রাখি পান্না-সোনা-দানা,
গহীন রাতের অন্ধকারে লুট করে একজনা।
দেহের ভেতর গোলাপ বাগান, চোর ঢুকে সেইখানে,
উলটপালট তছনছ করে সজ্জিত বাগানে।
বাঁধা দিলে যায় সে ক্ষেপে, বড়োই যন্ত্রণা!
অন্ধকারের ফুলচোরা সে, রসিক যে একজনা।
অমাবস্যা পূর্ণিমাতে জোয়ার আসে জলে,
চঞ্চলা জল থরথর কাঁপে চরম কৌতূহলে।
ঢেউয়ের দোলায় মাঝি মাতাল হাল রাখা তার দায়!
পান্না-সোনার লোভে তবু ডুব দেয় দরিয়ায়।
মাঝি রে তুই হাল ছাড়িস না চেতনহারা ভুলে
মুক্তা-মানিক পান্না-সোনা সব নিয়ে যা তুলে।
নদীর জলে ফুলে ফলে জাগলে নতুন চর,
বিশ্ব মাঝে স্বমহিমায় হবি তুই অমর!


১৭/০৯/২০১৮
মিরপুর, ঢাকা।